বিদেশি কুকুরের লাইসেন্স বাধ্যতামূলক করছে হাওড়া পৌরসভা

ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

এবার হাওড়ায় পৌরসভা এলাকায় বাড়িতে বিদেশি কুকুর রাখতে হলে নিতে হবে পৌরসভার লাইসেন্স। বাৎসরিক এই লাইসেন্সের জন্য দিতে হবে ১৫০ টাকা। এরপর বিদেশি পাখি পোষার ক্ষেত্রে একই প্রস্তুতি নিচ্ছে হাওড়া পুরসভা, লাইসেন্স পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এমনটাই জানা যাচ্ছে।

এই ধরণের সিদ্ধান্ত ইতিপূর্বে কলকাতা পুরসভায় চালু রয়েছে। পুরসভা সূত্রে খবর, আবেদনের সময় পোষ্যের সাম্প্রতিক কালের ভ্যাকসিনেশনের শংসাপত্র পুরসভার লাগবে। হাওড়াবাসীর দীর্ঘদিনের দাবি মেনেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হল। আরও জানা গেছে, পোষ্যের মালিক বৈধভাবে কুকুর পুষছেন কি না বিষয়টি নজরে রাখা যাবে। এবং পোষ্যের মালিকের কাছে লাইসেন্স থাকে তা হলে ওই কুকুরের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না। হাওড়া শহরের ডগ লাভার ও পশুপ্রেমীরা পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী এদিন জানান, প্রথমে বিদেশি ও মিক্স ব্রিড কুকুরের মালিকদের জন্যই প্রযোজ্য এই নিয়ম। ভবিষ্যতে পোষা পাখি ও এক্সোটিক বার্ডসের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হতে পারে। লাইসেন্স পেতে অনলাইনে আবেদন করতে হবে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *