হাওড়ার সেহাগোড়ীতে রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে ২শিশু সহ ৭জন হাসপাতালে ভর্তি
কল্যাণ অধিকারী
হাওড়া গ্রামীণের জয়পুর থানার সেহাগোড়ীতে রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামবাসীরা। তাঁদের মধ্যে দুই শিশু সহ মোট সাত জনকে ভর্তি করানো হয়েছে অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা-২ ব্লকের সেহাগোড়ী রাজবংশী পাড়া এলাকায় শুক্রবার রান্না পুজোর পান্না ছিল। সেইমতন রান্না পুজোর খাবার খেয়ে দুপুরে অসুস্থ হয়ে পড়েন বেশকিছু গ্রামবাসী। তাঁদের মধ্যে অমরাগড়ি বিবিধর হাসপাতালে ভর্তি হলেন ১শিশু সহ ৭জন গ্রামবাসী। খবর পেয়েই দেখতে হাসপাতালে যান আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল, গিয়েছেন আমতা-২ বিডিও মাসুদুর রহমান।
প্রশাসন সূত্রে জানা গেছে,আমরাগড়ী বিবিধর গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা রোগীর নাম সহেলি বাগ ( ৫),কৃষ্ণা বর(১১), মনোরঞ্জন বর (৬০), বিমল বর (৩৪), সাধনা বর (২৮), হরিদাস বোধক ( ৪৫), বিশ্বজিৎ বোধক (১২)। প্রত্যেকের চিকিৎসার দ্রুত ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে জানান, সুকান্ত পাল।