বাগনানে ইউটিউবার খুনে গ্রেফতার স্বামী প্রকাশ
রাজন্যা নিউজ
সন্দেহ হয়েছিল তাঁর আগোছালো বক্তব্যে। বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করে আদালতে তুলল বাগনান থানার পুলিশ। হাইওয়েতে দুস্কৃতিদের গুলিতে স্ত্রীর মৃত্যুর গল্প যে বানানো ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই কিনারা করে বুঝিয়ে দিল গ্রামীণ পুলিশ।
প্রকাশ কুমার স্ত্রী ও সন্তানকে কালো রঙের গাড়িতে নিয়ে কলকাতায় যাচ্ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতেই মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামান। সেই সময় তিনজন দুস্কৃতি গাড়ির সামনে পৌঁছে যায়। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। লুঠপাঠ চালানোর চেষ্টা করলে দুজনে বাধা দেওয়ায় এক দুস্কৃতি রিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি কানের গোড়ায় লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া।
ওই ঘটনায় বুধবার থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল প্রকাশ কুমারকে। হাইওয়েতে দুস্কৃতিদের গুলিতে মৃত্যুর গল্প যে বানানো ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই স্বামীকে গ্রেফতার করে বুঝিয়ে দিল গ্রামীণ পুলিশ।