ভাইবোনেদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি, আমি খুশি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
রাজন্যা নিউজ ব্যুরো বহরমপুর: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ‘বিচারকে শ্রদ্ধা করি। হাইকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমি খুশি আমার ভাইবোনেদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি।’মালদা থেকে হেলিকপ্টzারে বহরমপুর ফেরার পর মুখোমুখি হয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বিচার- বিচার অনুযায়ী হবে। আদালতকে আমরা সম্মান করি। বিচারকরা মানবিক দৃষ্টিতে ব্যাপারটা দেখেছেন, শিক্ষকদের পরিবার রক্ষা পেয়েছে, আমি খুশি। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়। আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, চাকরি কেড়ে নেওয়া নয়।’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এক্স হ্যান্ডেলে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। অন্যদিকে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘খুব ভালো লাগছে, এতদিন যে লড়াই হয়েছে সেই ২০২৩ সালের এপ্রিল মে মাস থেকে ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। যখন চাকরি বাতিল হয় তখন ওদের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট আমাকে ডিভিশন বেঞ্চে পাঠায়। আজ সত্যের জয় হল।’এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার সময় বলে, কিছু নিয়মে অনিয়ম হয়েছে। কিন্তু তার জন্য সবার চাকরি বাতিল করা উচিত বলে মনে করছে না আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রাথমিক ßুñলের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতে বেনিয়মের অভিযোগ সামনে এসেছিল।এরপর ২০২৩ সালের মে মাসের ১২ তারিখ ওই মামলার রায় ঘোষণা করেছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি হারিয়েছিলেন ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষক। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা ßুñলে যাবেন।তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে।

