ইডেন পরিদর্শনে আইসিসি, বিসিসিআইয়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে হাইভোল্টেজ টি-২০ বিশ্বকাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটি ম্যাচ পড়েছে। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শহরে এলেন আইসিসির সদস্যরা। ইডেন গার্ডেন্স ঘুরে দেখেন তাঁরা টি-২০ বিশ্বকাপের নিরাপত্তা, লিজস্টিক্যাল ইস্যুগুলি নিয়ে খোঁজখবর নেন। তাদের সঙ্গে ছিলেন বিসিসিআইয়ের প্রতিনিধি দলও। সকালেই আসেন বোর্ড কর্তারা। দুপুরে আসেন আইসিসির তিন সদস্য।
কলকাতায় প্রথম খেলা ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপের বোধন শুরু হওয়ার কথা ছিল ইডেনে কিন্তু বাংলাদেশ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। পরিবর্তন দল হিসেবে স্কটল্যান্ডের নাম শোনা যাচ্ছে। ফলে দল পরিবর্তন হলেও বিশ্বকাপে ম্যাচের সংখ্যা কমছে না। ইডেনে ইতালি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল এখানে খেলতে আসছে। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ, একটি সুপার ৮-র ম্যাচ একটি ম্যাচ রয়েছে। একটি সেমিফাইনালও আছে তালিকায়।
সিএবি সূত্রের খবর, ইডেন অনেক পুরানো মাঠ, এর আগেও একাধিক বড় ইভেন্ট হয়েছে। ফলে নতুন করে কোন পরামর্শ দেওয়া হয়নি। আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা তারা মাঠ গ্যালারি সবকিছু দেখে অত্যন্ত খুশি। পাশাপাশি এদিন দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সিএবি দুই শীর্ষ কর্তা। কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএবির কাছে জানতে যাওয়া হয়। তারা চূড়ান্ত প্রস্তুত কিনা সিএবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানিয়েছেন, ইডেন অনেক পুরনো মাঠ এর আগে অনেক ইভেন্ট হয়েছে, ফলে নতুন করে কোন পরামর্শ দেয়নি, আইসিসি। তারা অত্যন্ত খুশি আমাদের এখানকার পরিকাঠামো দেখে।বৃহস্পতিবার লালবাজারে গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন সিএবির দুই প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *