আমতা-২ ব্লকের ৩টি পঞ্চায়েত এলাকায় একদিনে ৪৫০০ জন গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়া হল

কল্যাণ অধিকারী

আমতা-২ ব্লক এলাকায় মেগা ভ্যাকসিন অনুষ্ঠিত হল শনিবার দিনভর। ৯টি সেন্টারে ২৭টি ইউনিটে মোট সাড়ে ৪হাজার জন গ্রামবাসী কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল। 

আমতা-২ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মেগা ভ্যাকসিন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সেন্টারে ভ্যাকসিন দেওয়ার সময় ছিলেন বিধায়ক সুকান্ত পাল, আমতা-২ বিডিও মাসুদুর রহমান, আমতা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিন্দ সিকদার। এ প্রসঙ্গে সুকান্ত পাল জানান, মেগা ভ্যাকসিন হিসাবে আমতা-২ ব্লকের ২৭টি ইউনিটে মোট ৪৫০০ জন গ্রামবাসী কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের মতোই আমরা মানুষের দুয়ারে ভ্যাকসিন পৌঁছে দিতে সচেষ্ট হয়েছি। আগামী দিনে আরও শিবির করার পরিকল্পনা রয়েছে।

জয়পুর, খালনা এবং কাশমলি গ্রাম পঞ্চায়েতের ৯টি স্কুলে মোট ৪৫০০ জন গ্রামবাসী কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গ্রামবাসীরা ভ্যাকসিন পেয়ে খুশি। যেভাবে ভ্যাকসিন সমস্যায় পড়েছিলেন আজ বিধায়কের উদ্যোগে ভ্যাকসিন পেয়ে খুশি গ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *