হেনিলের দুরন্ত বোলিংয়ে যুব বিশ্বকাপে আমেরিকা জয় ভারতের!
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং নেয় ভারত। ১৮ বছরের হেনিল প্যাটেল নিয়েছেন ৫ উইকেট। গতি আর সুইংয়ের চমৎকার মিশেল। হেনিলের সৌজন্যেই জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু করল ভারত।
স্থানীয় ম্যাচে তাঁর পারফরম্যান্স দ্রুত জায়গা করে দেয় রাজ্য দল গুজরাটের অনূর্ধ্ব ১৯ দলে। ভারতীয় দলে পা রাখতে সময় লাগেনি। সেই ছেলেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে একাই ফারাক গড়ে দিলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং নেয় ভারত। ১৮ বছরের হেনিল প্যাটেল নিয়েছেন ৫ উইকেট। গতি আর সুইংয়ের চমৎকার মিশেল। হেনিলের সৌজন্যেই জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু করল ভারত।

