T20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সহজেই হারাল ভারত
রাজন্যা নিউজ
প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল টিম কোহলি। ইংল্যান্ডকে ৬উইকেটে হারিয়ে মনোবল বাড়িয়ে নিল ভারতীয় টিম। বল হাতে শামির ৪ ওভারে চল্লিশ রান দিয়ে তিন উইকেট বিশ্বকাপ শুরুর আগে বড় প্রাপ্তি। অন্যদিকে ঈশান কিশানের ব্যাটে ধামাকা পাকিস্তান ম্যাচে নামার আগে অনেকটাই স্বস্তি এনে দিল।
এদিন প্রথম ব্যাট করে ইংল্যান্ড পাঁচ উইকেটে ১৮৮ রান তোলে। বেয়ারস্ট্রো ৩৬ বলে ৪৯ রান করে। ভারতের হয়ে শামি ৩টি উইকেট নেনে। এছাড়া বুমরাহ ১টি ও চাহাল ১টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণ শানায় রাহুল। তিনি ২৪ বলে ঝড়ো ৫১রান করেন। ঈশান করেন ৪৬ বলে ৭০রান। তবে বড় রান পাননি কোহলি। নিজের ব্যক্তিগত ১১ রানের মাথায় আউট হন তিনি। পন্থ ২৯ রানে ও হার্দিক ১২ রানে অপরাজিত থেকে ম্যাচ ৬ উইকেটে জিতে নেয়।