‘ভারত’ হতে চলেছে দেশের নাম?
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
ইন্ডিয়া থেকে ভারত! দেশের নাম বদলে জোর জল্পনা কাকদ্বীপ থেকে কন্যাকুমারী। যদিও বিরোধীরা নাম বদলের মধ্যে মহাজোট I N D I A কে দেখছে। মহাজোট ইন্ডিয়া নাম রাখতেই তড়িঘড়ি দেশের নাম ভারত করতে তৎপর কেন্দ্রের বিজেপি সরকার! ভারত নাম হলে অসুবিধার কোথায়! নতুনকে স্বাগত জানানোই পরম্পরা। বলতে শুরু করেছেন বিজেপির কার্যকর্তাদের একাংশ। তবে এখনি প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাইছে না।
ভোট আসলে অনেককিছুর বদল হয়। গ্যাসের দাম কমে। তেলের দাম থমকে থাকে। ট্রেনের টিকিট একি থাকে। এবার না হয় দেশের নাম বদলাচ্ছে! বাসে-ট্রেনে এখন জোর চর্চা। বিষয় হচ্ছে কেন ভারত হবে! এই প্রশ্নের মাঝেও একটা কথা তো ঠিক ভারতবর্ষ নামটায় বেশ আভিজাত্য ফুটে ওঠে। তবে, ইন্ডিয়া আবার বেশি আধুনিক। যাইহোক দেশের সরকার চাইলে রুখে দেবে কে? এজেন্সির জাঁতাকলে এমনিতেই বেহাল অবস্থা বিরোধীদের। তারপরেও একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। নাম রেখেছিল ‘I N D I A’ কিন্তু দেশের নাম বদলে দিতে চলেছে কেন্দ্রের সরকার এমনটাই জল্পনায়।
দেশের ১৪০ কোটি মানুষের রায় না নিয়েই দেশের নাম বদলে দিচ্ছে একটি রাজনৈতিক দল এমনটা অভিযোগ বিরোধীদের। আচ্ছা যদি বিরোধী মহাজোটের নাম I N D I A বদলে ভারত করে দেয়! সেক্ষেত্রে ভারত বদলে ইন্ডিয়া হয়ে যাবে না তো? এখন থেকেই কটাক্ষ শুরু হয়েছে সর্বত্র। আগামী ১৮ সেপ্টেম্বর সংসদে বসবে বিশেষ অধিবেশন। কি কি বিল পাশ হবে বা কি কি বিষয় নিয়ে আলোচনা বসবে তখনি বিস্তারিত জানা যাবে। নাম বদলের বিষয় সবটাই এখনো আলোচনা স্তরে। অযথা তর্কবিতর্ক না করে ধৈর্য ধরুন এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।