দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
ব্যুরো রিপোর্ট, রাজন্যা নিউজ
দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত যাত্রা শুরু করল। কোচি শিপ ইয়ার্ডে একটি অনুষ্ঠানে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও নৌবাহনীর উচ্চপদস্থ আধিকারিকরা।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত। এই বিমানবাহী রণতরী বাহিনীতে যোগ দেওয়ার পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীনের মতো শক্তিধর দেশগুলির তালিকায় একই বন্ধনীতে ঢুকে পড়ল ভারতও।
সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ২০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজটি। ৪৫ হাজার টন ওজন। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ ২৯-এর মতো যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে এই যুদ্ধজাহাজে। ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল।
collected pic