২০ বছর বড় প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হল, হাওড়ায় আত্মহত্যা রঙ মিস্ত্রীর
কল্যাণ অধিকারী
কথায় আছে প্রেম সেতো আর বয়স মেপে হয় না। প্রেমিকা বয়সে কুড়ি বছরের বড়ো। শুরু হয় হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম। তারপর ঘনিষ্ঠতা। সবই চলছিল ঠিকঠাক। কিন্তু তারপর যা ঘটলো তা হয়তো একটিবারের জন্য ভেবে দেখেনি যুবক। প্রেমিকার লাগাতার ব্ল্যাকমেল বাধ্য হয়েই প্রাণ দিতে হল তাঁকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায়।
বছর চব্বিশের যুবক আকাশ দাস। বাড়ি উত্তর ২৪ পরগণার জগদ্দলে। হাওড়ায় কাজের মধ্যস্থতায় পরিচয় হয় সালকিয়ার বাসিন্দা দৌলতাদেবীর সঙ্গে। তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া। অচিরেই সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার মহিলা দেখা করার প্রস্তাব দেন। এবং তা ছিল এলাকার পাঁচতলা বাড়ির ছাদে। সেখানেই দু’জনে শারীরিক মিলনে মেতে ওঠেন। কিন্তু তারপরেই ১৮০ ডিগ্রি ঘুরে ব্ল্যাকমেল শুরু করে দেয় প্রেমিকা। টাকার পরিমাণ বাড়িয়ে রীতিমতন হুমকি দেওয়া শুরু করে। নইলে সমস্ত কথা পরিবারের কানে তুলে দেবেন।
লাগাতার ব্ল্যাকমেল ও হুমকির জেরে পাঁচতলার বাড়ির ছাদ থেকে মরণ ঝাঁপ দেয় আকাশ। পরিস্থিতি বেগদিক বুঝে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রেমিকা। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। রঙ মিস্ত্রী যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় মহিলাকে। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশের জেরায় সমস্তটা স্বীকার করেছেন মহিলা এমনটাই জানা গেছে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।