বারে বারে এসেছে প্রেম, ভেঙেছে মন… একাকী তামান্না কি নতুন প্রেমে

দীপিকা অধিকারী রাজন্যা নিউজ
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার রূপের জাদুতে মুগ্ধ সকলে।তাঁর শরীরী প্রেমে নাম জড়িয়েছে একাধিক ব্যক্তি। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিও। তবে বিজয় বর্মার সঙ্গে দু বছরের প্রেম ছাঁদনাতলা পৌঁছাবে ভেবেছিলেন সকলে। বিয়ে হওয়ার কথা থাকলেও সম্পর্কের হঠাৎ ছন্দপতন ঘটে। তাহলে কি একাকী রূপসুন্দরী তামান্না?

বলিউডে শোনা যেত, ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল বিজয়-তামান্নার। তারপর থেকে দু বছর ধরে প্রেমের সাগরে গা ভাসিয়েছেন দু’জনে।ইন্ডাস্ট্রির এই পাওয়ার কাপল বিয়ের জন্য মুম্বইয়ে বিলাসবহুল আবাসন খোঁজ করছিলেন। তারপর হঠাতি ইতি পড়ে সম্পর্কে।‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তোলা সুন্দরীর নাচে কাত হয়েছেন পুরুষ মহল। এমন সুন্দরী কি একাকী থাকতে পারেন?

বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, দুবাই খ্যাত দক্ষিণী ব্যবসায়ীর প্রেমে সাড়া দিয়েছেন তিনি! যদিও সবটাই বাতাসে ভাসছে। রূপ সুন্দরী তামান্নার রূপের রহস্য কি? তাঁর শরীরের গঠন ঠিক রাখতে কি করেন? শোনা যাচ্ছে, সূর্য ওঠার অনেক আগেই বিছানা ছাড়েন নায়িকা। এবং যোগ চর্চাও করেন নিয়মিত।

মাসুমা মিনাওয়ালাকে এক সাক্ষাৎকারে তামান্না জানান, ”আমি আমার শরীরকে খুব ভালবাসি। আমার সবচেয়ে পছন্দই হল আমার শরীর। সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফিরে আসি, পোশাক বদলে ফেলে, প্রথম স্নান করি। স্নান করার সময়ই শাওয়ারের নিচে শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে দেখি আমি। তাঁর ধন্যবাদ জানাই প্রতিটি অংশকে।”