জগতবল্লভপুরে নয়ানজুলিতে মিনিবাস উল্টে মৃত ১, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
কল্যাণ অধিকারী
সামনের চাকা ফেটে নয়ানজুলিতে উল্টে গেল মিনিবাস। ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণের জগতবল্লভপুর থানার অন্তর্গত সন্তোষপুর দু নম্বর পোল সংলগ্ন এলাকায়। মৃত্যু হয়েছে ১যাত্রীর। আর কেউ আছে কি-না তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি বাসটি ৭টা পনেরো মিনিটে পুরাশ কানপুর থেকে ছেড়ে হাওড়া যাচ্ছিল। সকালের দিকে খুব বেশি যাত্রী ছিল না। হাওড়া মুখি অন্য একটি বাস থাকায় শুরু হয় ওভারটেকিং। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে গিয়ে পরে নয়নজুলিতে। তবে অন্য একটি সূত্রের খবর বাসটির চাকা ঠিক ছিল না। রিসোলিং টায়ার লাগানো ছিল। যার জেরে এই দুর্ঘটনা। অনেকেই সাঁতরে উঠে আসে।
মৃত ব্যক্তি আহমেদ মিদ্যা সন্তোষপুরের বাসিন্দা। তিনি হাওড়ায় যাচ্ছিলেন। বাস উল্টে যেতেই বেশকিছু যাত্রী সাঁতরে উঠে আসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশের একটি টিম। ক্রেন এনে বাসটি তুলে আনা হয়। স্থানীয়রা দাবি করেন আরও কেউ জলের নিচে আটকে থাকতে পারে। ডুবুরি এনে তল্লাশির জন্য বিক্ষোভ দেখান। দুপুরের পর বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।
স্থানীয়দের একাংশের কথায়, বড়গাছিয়া থেকে দক্ষিণ বাড়ি অবধি রাস্তা ফাঁকা থাকে। ওখানে গাড়ির গতি থাকে বেশি। মাঝেমধ্যে পুলিশ থাকলেও সব সময় থাকে না। চালকরা গতিতে গাড়ি চালায়। নজরদারি বাড়ানো প্রয়োজন।