বাইক দুর্ঘটনায় গুরুতর জখম সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, মৃত্যু হয়েছে সঙ্গী সাংবাদিকের

কল্যাণ অধিকারী, কলকাতা

হাইলাইটস
❏ বৃহস্পতিবার চাকরি ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ময়ূখ
❏ এরপরেই দুই বন্ধু বাইকে বেরিয়ে ফেরার পথে দুর্ঘটনা
❏ গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনুমান পুলিশের

রাতে দুই বন্ধু বাইকে চেপে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাংবাদিকের। আশঙ্কাজনক আর এক সাংবাদিক। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত সাংবাদিকের নাম সোহম মল্লিক। আহত হয়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।

স্থানীয় ও পুলিশ জানা গেছে, বৃহস্পতিবার রাতে ময়ূখের বাড়িতে আসে সোহম। এরপরেই রাতে তাঁরা একটি বাইকে করে রওনা দেয় যাদবপুর। সেখান থেকে ফেরার সময় ভোর রাত সাড়ে ৩টে নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডসের মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। গুরুতর আহত হন দুই সাংবাদিক সোহম মল্লিক ও ময়ূখ রঞ্জন ঘোষ। দুজনকে এসএসকেএমে নিয়ে আসা হলে সোহম মল্লিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক ময়ূখকে মল্লিকবাজারে ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ময়ূখের।

ময়ূখ রঞ্জন ঘোষ একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। সেখান থেকে ফিরে এসে কলকাতায় একটি বাংলা নিউজ চ্যানেলে কাজে যোগ দেন। বৃহস্পতিবার সেখান থেকে চাকরি ছেড়ে দেন তিনি। এমনটাই ফেসবুক পেজে লেখেন ময়ূখ। তারপরেই রাতে বন্ধুর সঙ্গে বাইকে করে বেরিয়ে যায়। ভোররাতে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে ময়ূখদের বাইক। মারা যান সাংবাদিক সোহম মল্লিক। আহত হন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তাঁদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা ও সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন শুভানুধ্যায়ীরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন ময়ূখ। অল্প কথাও বলেছেন এমনটাই সূত্রের খবর।

সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের সুস্থতা কামনা করছে টিম রাজন্যা নিউজ।

চিত্র সোহমের সোশ্যাল মিডিয়া পেজ থেকে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *