হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খগেন মুর্মু
রাজন্যা নিউজ শিলিগুড়ি
শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিলেন খগেন মুর্মু। বিজেপি সূত্রে খবর, শনিবার খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হয়েছে মালদায় তাঁর নিজের বাড়িতে। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে।
৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। ৬ অক্টোবর বন্যা বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই সাংসদ ও বিধায়কের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।
অভিযোগ, প্রথমে তাদের তাড়া করে এলাকার মানুষজন। এরপর ব্যাপক মারধর করতে করতে তাঁদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। নদী থেকে পাথর তুলে ছোড়া হয় তাঁদের দিকে। গাড়িতে ওঠার পর তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। পাথরের আঘাতে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে তাঁর।
দেহের বিভিন্ন অংশে এবং ডানহাতে চোট পান শিলিগুড়ির বিজেপির বিধায়ক শংকর ঘোষও। দুজনকেই ভর্তি করা হয় শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। দিন চারেক বাদে শংকর ঘোষের শারীরিক পরিস্থিতির উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে সাংসদ খগেনবাবুর চোয়ালে ও চোখের নীচে এবং দেহের বিভিন্ন অংশে গুরুতর চোট থাকায় তাঁকে ভর্তি রাখা হয়।
বেসরকারি নার্সিংহোমে দীর্ঘ চিকিৎসার পর এখন খানিকটা সুস্থ বিজেপির সাংসদ। সেই কারণেই এদিন নার্সিংহোম থেকে ছুটি মিলেছে তাঁর। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার খগেন মুর্মুকে দেখতে এসে জানিয়েছিলেন, তাঁর পরিস্থিতি একটু স্থিতিশীল হলে সুচিকিৎসার জন্য দিল্লি এইমস-এ নিয়ে যাওয়া হবে। শনিবার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, আজ খগেন মুর্মুকে শিলিগুড়ি থেকে মালদায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু উনি এখনও পুরোপুরি সুস্থ নন। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে দিল্লি এইএমস এ নিয়ে যাওয়া হবে তাঁকে।

