বিশ্বকাপ জিততেই মিলে গেল দুই প্রান্ত আর্জেন্টিনা-কলকাতা

কল্যাণ অধিকারী

মারাদোনা যুগের পর মেসির যুগের বিদায় বেলায় বিশ্বকাপ পৌছাল আর্জেন্টিনায়। ২২-এর ফুটবল বিশ্ব দেখলো চোখ ধাঁধানো ফাইনাল ম্যাচ। ফ্রান্সকে টাইব্রেকারে পরাস্ত করে বিশ্বকাপ জিতে নিল আর্জেন্টিনা। দীর্ঘ ফুটবল জীবনের শেষ বেলায় সর্বোচ্চ শিখরে পৌঁছলেন লিয়োনেল মেসি।

রবিবার রাতে টাইব্রেকারে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই পথে নেমে আনন্দে ফেটে পড়লেন আর্জেন্টিনা ভক্তরা। মেসি কাপ হাতে নিয়ে গর্জে উঠতেই শহরজুড়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় ছিল না কোথায় রয়েছেন আর্জেন্টিনা নাকি কলকাতায়। টগবগিয়ে ফুটছে আস্ত যৌবন। গলার শিরা উঁচিয়ে একটাই শব্দ মেসি… মেসি…। কাতার বিশ্বকাপ শুরুর আগে থেকেই কাপ জেতার লড়াইয়ে দাবিদার ধরা হয়েছিল মেসির আর্জেন্টিনাকে। দীর্ঘ লড়াইয়ে শেষ হল মধুর। গতবারের খেতাব জেতা ফ্রান্সকে আটকে দিয়ে ২০২২ বিশ্বকাপ চাম্পিয়ান লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

রাতের আকাশজুড়ে শুধুই আতশবাজি। রাজপথে নীল-সাদা জার্সি। কোথায় লাতিন আমেরিকা আর কোথায় এশিয়া মহাদেশের ভারতবর্ষের কলকাতা। মেসির ছবি হাতে আট থেকে আশি সকলে। প্রিয় রাজপুত্র এবারের বিশ্বকাপে মোট সাত গোল দিয়েছেন। ফাইনাল ম্যাচে প্রথম গোল তাঁর পায়েই। টাইব্রেকার মারতে এসেও জালে বল জড়িয়েছেন। তবে অল্পের জন্য গোল্ডেন বুট হাত ছাড়া হয়েছে। বাকিটা জুড়ে শুধুই লিয়োনেল মেসি। ফাইনালেও সমস্তটাজুড়ে তিনিই ছিলেন। বয়স তো অক্ষর ফিটনেস কথা বলে। বুঝিয়ে দিয়ে গেলেন তিনি শেষ হয়ে যাননি। দেশকে বিশ্বকাপ তুলে দিয়েই শান্তির নিঃশ্বাস ফেললেন। বিশ্বকাপের লড়াইয়ে প্রতিটি মুহুর্তে তাঁর প্রধান সমর্থক ছিল কলকাতা।

collected pic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *