নামটা কুণাল, মিঠুনের ১০০ কোটির মানহানি প্রসঙ্গে শুনিয়ে রাখলেন ঘোষ বাবু

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। তিনি কি চুপ থাকবেন? তিনি কুণাল ঘোষ, নামটা শুনিয়ে রাখলেন স্বয়ং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রসঙ্গে বলতে গিয়ে, কুণাল স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ঘটনাপ্রবাহে আদৌ বিচলিত নন। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন। তাঁর আইনজীবী অসুস্থ। সুস্থ হলেই চিঠি পৌঁছে যাবে মিঠুনের কাছে।

শুক্রবার আরও একধাপ এগিয়ে তৃণমূলের ঘোষ জানিয়ে দিলেন, তিনি মিঠুনের মানহানির মামলার মোকাবিলা করবেন ‘রাজীব কুমার মডেল’ অনুসরণ করে। তাঁর কথায়, ‘‘আমি আদালতে গিয়ে বলব, আমায় মিঠুনদার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সাক্ষী হিসাবে হাজির থাকুন সিবিআইয়ের এসপি।’’ কুণাল এ-ও বলছেন, ‘‘আমার কাছে আরও এমন সাক্ষী আছেন, যাঁরা কোর্টে গিয়ে দাঁড়ালে মিঠুনদার অবস্থা খারাপ হয়ে যাবে!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *