পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে পয়লাতেই
দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ
মাস শেষে দুর্গাপুজো। সরকারি কর্মচারী সুবিধার্থে আগেভাগেই বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন গ্রামবাংলার মহিলারা? সরকার তাঁদের কথাও গুরুত্ব দিয়ে ভাবছে। এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জানা যাচ্ছে ১ অক্টোবর প্রকল্পের টাকা একাউন্টে ঢুকে যাবে বলে জানা যাচ্ছে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। মূলত রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প। কোটি-কোটি মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু বিরোধীদের দাবি, নিজেদের ভোটের ব্যাঙ্ক ভরাতে এই প্রকল্প আনা হয়েছে। তবে এসবে কান দেয় না রাজ্যের শাসক দল তৃণমূল। তাঁদের যুক্তি ছিল, রাজ্যে যারা শূন্য তাঁদের মুখে এসব শব্দই বের হয়। এসবের মধ্যেই সামনে দুর্গাপুজো। কিন্তু পুজো শুরু হচ্ছে মাসের শেষে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার মেলে মাসের প্রথম সপ্তাহে। তবে পুজোর কথা ভেভে মাস পয়লা মিলতে চলেছে টাকা।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট করায় অনেকেই নিশ্চিন্ত হলেন। প্রকল্পের টাকা ১ তারিখ ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে শামিল হতে পারবেন। এমন ঘোষণায় সাড়া পড়বে গ্রামবাংলায়।