আমতায় সভা থেকে পরিবর্তনের ডাক বিরোধী দলনেতা শুভেন্দুর
কল্যাণ অধিকারী, দিন দর্পণ
দামোদর নদের পাশে আমতা ফুটবল মাঠে গোধুলির আলোয় রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। জেলে থাকা বিজেপি কর্মীদের সংগ্রামী ভাতা দেবার প্রতিশ্রুতি দিলেন। রাজ্যে শিল্পের বেহাল দশা। পরপর জুটমিল বন্ধ। এলাকার মানুষ কর্মসূত্রে বাইরে চলে যাচ্ছে। বিজেপি এলে কাজের ব্যবস্থা হবে। মমতার উদ্দেশ্যে বলেন, ‘আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ বলছি, এবার অন্যকিছু। একসময় বদলা নয় বলেছিলাম৷ এবার বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।’
প্রথমে আমতায় জনসভার জন্য অনুমতি দেওয়া হয়নি। পরে হাইকোর্টের অনুমতি মেলায় বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভাটি হয়। এদিন বিকালে আমতা ফুটবল মাঠে সভামঞ্চ থেকে শুভেন্দু আধঘন্টার বেশি বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। এদিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প তুলে ধরে, মমতা সরকারের দূর্নীতির অভিযোগ যেমন করেন তেমনি রাজ্যের বেকার সমস্যা মমতার জন্য তৈরী হয়েছে বলে অভিযোগ করেন। বিরোধী দলনেতার কথায়, “আমতা, উদয়নারায়ণপুরের কাজ নেই। বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন লোকজন। এর জন্য দায়ী মমতাই। রাজ্যে শিল্পের বেহাল দশা। পরপর জুটমিল বন্ধ। বাংলায় আয়ুষ্মান ভারত তইতি করতে দেননি, উন্নয়নকে ধ্বংস করে দিয়েছেন। রাজ্যের অধঃপতন হয়েছে। বাংলাটা জামাতদের হাতে চলে গিয়েছে। তাই পরিবর্তন দরকার। বিজেপি এলে মাফিয়া, সিন্ডিকেট রাজ থাকবে না।”
তিনি আরও বলেন, এটি সেমিফাইনাল। এবার বিজে পি আসছে। সম্প্রতি বাবরি মসজিদ ইস্যুতে মুখ খুলে হুমায়ুন কবীরকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, মুর্শিদাবাদে হুমায়ূনের বাবরি মসজিদ তৈরী করবে বলছে। তাঁদের বলি বাবরের নামে কোন মসজিদ হবে না। মোঘল আমলের বাবরকে উচ্ছেদ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এরাজ্যে বাবরের নাম কোথা ও লিখতে দেওয়া যাবে না। নির্মল মাজিকে উদ্দেশ্য করে বলেন, উনি বিএমওএইচ ম্যাডামকে কুৎসিত প্রস্তাব দিয়েছিলেন। উনি কুকুরের ডায়ালিসিসের জন্য সব ব্যবস্থা করেছিলেন। সব হিসাব হবে বন্ধু। অপেক্ষা করুন। বিজেপি ক্ষমতায় এলে জেলে থাকা বিজেপি কর্মীদের সংগ্রামী ভাতা দেবে বলেও প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন মঞ্চে শুভেন্দুকে মেলাইচন্ডী মায়ের ছবি দিয়ে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ ও সদরের প্রায় সকল কার্যকর্তা।

