রাতে কলকাতায় পা রাখবেন লিয়োনেল মেসি

কল্যাণ অধিকারী

আজ শুক্রবার রাতে কলকাতায় পা রাখবেন লিয়োনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরে আসবেন। কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাঁর জন্য সেজে উঠেছে সল্টলেক স্টেডিয়াম।
শুক্রবার বিকাল থেকে কলকাতায় উত্তেজনার পারদ চড়ছে মেসিকে ঘিরে। এই নিয়ে দ্বিতীয় বার কলকাতায় আসছেন মেসি। তাঁকে শহরে স্বাগত জানাতে উপস্থিত থাকছেন শাহরুখ। কলকাতা জুড়ে মেসির পোস্টার ছয়লাপ। যত সময় যাচ্ছে ততই বাড়বে মেসি জ্বর। মেসির পোস্টারে ছয়লাপ সল্টলেক স্টেডিয়াম। ভক্তদের কথা ও মেসির নিরাপত্তার কথা ভেবে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিধাননগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *