স্মৃতি হাতড়ে বাড়ি ফিরতে চাইছেন পথ ভোলা মধ্যবয়সী মহিলা
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
মঙ্গলবার ভরদুপুর। আমতা কলাতলা মোড়ের মাথায় ঘোরাঘুরি করছেন এক মধ্যবয়সী মহিলা। স্থানীয় কয়েকজন ও সিভিক ভল্যান্টিয়ার মহিলাকে তাঁর নাম জিজ্ঞেস করছেন। পরনে লাল ছাপা জামা। মাথার চুল অল্প অল্প পেকেছে। কথাবার্তায় রাজস্থানি ছাপ। ভাষা সমস্যায় বাড়ি ফিরতে পারছেন না তিনি। বাড়ির ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছেন গ্রামীণ হাওড়ার আমতায়। আন্তর্জাতিক নারী দিবসের দিনে স্মৃতি হাতড়ে বাড়ি ফিরতে চাইছেন পথ ভোলা মধ্যবয়সী মহিলা।
আগোছালো কথাবার্তায় স্থানীয়রা বুঝতে পারছেন বেশ কয়েক মাস এদিকওদিক ঘুরতে থাকায় মানসিক ভাবে ভেঙে পরেছেন। বারকয়েক গঙ্গাসাগর বলায় মোবাইলে কপিলমুনি মন্দিরের ছবি দেখাতে চিনতে পারেন। এটুকু বুঝতে পারা যায় গঙ্গাসাগর মেলায় এসেছিলেন। সম্ভবত পরিচিতদের হারিয়ে ফেলেন। তারপর থেকেই পরিবারের লোকজনকে খুঁজে চলেছেন। গঙ্গাসাগর মেলার সময় বা পরে কেউ হারিয়ে গেলে ফেরানোর উদ্যোগ নেয় হ্যাম রেডিও। এক্ষেত্রে কীভাবে এতটা পথ অতিক্রম করে হাওড়া জেলার গ্রামীণ এলাকায় এসে পৌঁছালেন ভাবাচ্ছে স্থানীয়দের। তবে স্থানীয়দের কয়েকজন বলছেন, বেশ কয়েকদিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করছেন। পরিচ্ছন্নতা যথেষ্ট লক্ষ্য করা গেছে। কিছু খেতে দিলে খেতে চায় না। তবে রান্না করা খাবার দিলে খাচ্ছেন।
সোমনাথ গায়েন নামে এক ফুল ব্যবসায়ী জানান, “আমরা অনেকবার বাড়ির কথা জিজ্ঞাসা করেছি। কিন্তু কি ভাষায় কথা বলছেন বোঝা যায়নি। আমরাও চাই ওঁনাকে বাড়িতে ফিরিয়ে দিতে। এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেখেও কষ্ট হয়। তবে উনি কিন্তু পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। ছেলেপুলেদের কথা জিজ্ঞাসা করলে কেঁদে ওঠেন।” সিভিক ভল্যান্টিয়ারের কথায়, আমরা ওঁনার সঙ্গে কথা বলেছি। কিন্তু ঠিকানা যা বলছে ভাষার কারণে বুঝতে পারছি না। কথায় কথায় মহিলা মুখের একপাশটা দেখিয়ে বলেন তাঁর মুখে কেউ মেরেছে। দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরিয়েছে। এমন একটি পরিস্থিতিতে মহিলাকে নিয়ে চিন্তায় স্থানীয়রা। প্রশাসন সদয় হয়ে মহিলাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক চাইছেন স্থানীয়রা। আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি জানান, বিষয়টির খোঁজখবর নিচ্ছি।