দিল্লিতে বিজেপি বিরোধী বৈঠকে মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়

রাজন্যা নিউজ

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন জল্পনা তুঙ্গে। এরমধ্যেই বুধবার দিল্লিতে ১৮টি বিরোধী দল এক সঙ্গে বৈঠকে বসলেন। মধ্যমণি ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছিলেন বাম এবং কংগ্রেস। তবে যোগ দেয়নি আপ সহ ৬টি দল।

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে যৌথ প্রার্থী দেওয়ার জন্য ঐকমত্য তৈরি করতে বৈঠক ডেকেছিলেন মমতা। ওই বৈঠকে বিরোধী প্রার্থী হিসেবে নাম রাখা হয় শরদ পাওয়ারের। তিনি রাজি না হওয়ায় গোপালকৃষ্ণ গান্ধী, ফারুক আবদুল্লা নাম উঠে আসছে। এ দিনের বৈঠকের মধ্য দিয়ে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট এককাট্টা করার প্রয়াস অনেকটাই সফল হলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর ডাকে শামিল হলেন বাম-কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের কথায়, সবেমাত্র খুঁটি পুজো হল। লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের অনেককিছু দেখবে বিজেপি।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *