বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে শৈলশহরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

উত্তরবঙ্গে বড় চমক! শিলিগুড়িতে গড়ে উঠবে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার শৈলশহরে দাঁড়িয়ে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দির গড়েছেন তিনি। এবার দার্জিলিং-এর ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতল শিলিগুড়িতে নতুন একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি। এমনটা ঘোষণা হতেই ভোটের আগে বড় চমক দেখছেন রাজনৈতিক মহল।

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মিরিক সহ বিস্তীর্ণ এলাকায় ত্রাণ তুলে দিয়েছেন। বুধবার দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে যান মুখমন্ত্রী। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুজো দিয়ে বেরিয়ে সারেন জনসংযোগ। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি শিলিগুড়ির কাছাকাছি জমি দেখে রাখতে জেলাশাসককে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। পাশে একটা বড় মহাকাল মন্দির তৈরি করব। সবচেয়ে বড় শিব মূর্তি গড়ব। তবে এজন্য একটু সময় লাগবে।

উত্তরবঙ্গে বন্যা ও ধসে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার বিপুল ক্ষতি হয়েছে। প্রথমদফার পরিদর্শন শেষে কলকাতায় ফেরার চারদিনের মাথায় গত রবিবার ফের উত্তরবঙ্গে এসেছেন মমতা। দুর্যোগ পীড়িত মানুষের পাশে থেকে রাস্তা, সেতু, বাড়ি-ঘর নির্মাণ সমস্তটাই করে দেবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইমতন দুধিয়ায় অস্থায়ী সেতু নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। ৩২জন মৃতের পরিবারের হাতে চেক ও একজন সদস্যের হাতে চাকরির কাগজ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শৈলশহরের মহাকাল মন্দিরে বৃহস্পতিবার পুজো দিয়েছেন। দার্জিলিঙে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। ছোটদের স্নেহের পরশ দেন। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। কখনও আবার দোকানে ঢুকে মোমো বানাতেও দেখা গিয়েছে মমতাকে। পাশাপাশি সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে, শৈলশহরে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহাকাল মন্দির তৈরির জন্য আগে তহবিল গড়তে হবে বলেও জানান মমতা। বস্তুত, দিঘার জগন্নাথধামের আদলেই ট্রাস্ট গড়ে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরি করবেন মমতা। যাতে তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়। জগন্নাথ মন্দিরের দায়িত্ব একটি ট্রাস্টের হাতে। সেটির পরিচালন ভার ইস্কনের। তাঁর কথায়, ‘তার আগে (মন্দির তৈরির আগে) আমাকে একটা ট্রাস্ট করতে হবে। তাদের দিয়ে করাতে হবে। সকলকে নিয়ে আমরা নিজেরা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *