নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মমতা, শুক্রবার বেলা ১১টায় শুনানি
কল্যাণ অধিকারী, কলকাতা
ভোটের ফলাফল ঘোষণার দিন বলেছিলেন ‘কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।’ তার দেড় মাসের মধ্যেই হাই কোর্টে মামলা করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১১টায় ওই মামলার শুনানির সম্ভাবনা।
গত ২ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিন একেবারে শেষ মুহূর্ত অবধি লড়াই চলেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। বিকেলে চাউর হয় নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ বাদেই জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে ১৯০০-র কিছু বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।’ সেইমতন হাই কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর জানাজানি হতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। তাঁদেরও দাবি ছিল পুনর্গণনার।
২০২১ সালের নির্বাচনটা মমতার কাছে চ্যালেঞ্জ ছিল। ১৮ জানুয়ারি সোমবার নন্দীগ্রামের তেখালির মাঠে ছিল মমতার জনসভা। গোটা মাঠে তিল ধারণের জায়গা ছিল না। ওই জনসভা থেকে শুভেন্দু অধিকারী–সহ অধিকারী পরিবারকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন ঘোষণা করেছিলেন। পাল্টা শুভেন্দু বলেছিলেন ৫০ হাজার ভোটে মুখ্যমন্ত্রীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন। সামান্য ভোটে জিতেছেন শুভেন্দু। তবে রাজনীতি ছেড়ে দেননি শুভেন্দু। ফলাফল ঘোষণার দিন সাংবাদিকদের সামনে মমতা বলেন, “ওঁরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কী করে হয় জানি না।”
কলকাতা হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে শুক্রবার বেলা ১১টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে।