কপিলমুনির আশ্রমে পুজো দিলেন মমতা
রাজন্যা নিউজ ব্যুরো, গঙ্গাসাগর:
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলান্যাস করে কপিলমুনির আশ্রমেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। দু’দিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে সোমবার মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু তৈরি করা হচ্ছে। সেই সেতুর শিলান্যাস এদিন করলেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরে ভারত সেবাশ্রমেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে যান কপিলমুনির আশ্রমে। গঙ্গাসাগর এলে কপিলমুনির আশ্রমে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পুজোও দিয়েছেন। কপিলমুনির আশ্রমে মহন্তদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নতুন কাপড় দিয়েছেন তিনি। ভারত সেবাশ্রমের মহারাজের নাম কেটে বাদ দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
এদিন সেতুর শিলান্যাসের সঙ্গে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও হয়েছে। সবুজ সাথীর সাইকেল পেয়েছেন পড়ুয়ারা। লক্ষ্মীরভান্ডারের স্যাকশান পত্রও দেওয়া হয়েছে। পাশাপাশি, রুহিত ভাতা, রূপোশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের অনুমোদনপত্র দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু সাধারণ মানুষ। সকলেই হাজির হয়েছিলেন মুখমন্ত্রীর অনুষ্ঠানে সাক্ষি থাকতে। ১২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মডেল সাজিয়ে মুখ্যমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে। জানা গিয়েছে, মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৬৭০ কোটি টাকা। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও চার বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে, এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেড। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে।

