গুজরাটে ভোট প্রচারে যাবেন মমতা! জল্পনা তুঙ্গে
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
এবার দাদার রাজ্যে হাই প্রোফাইল ভোট। বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা হতেই ভিভিআইপিদের আনাগোনা শুরু হয়ে যাবে গুজরাটে। প্রচারে থাকছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে সবথেকে আলোচনার বিষয় প্রচারে যাবেন বাংলার দিদি! শুরু হয়েছে জল্পনা।
ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই গুজরাট সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে ভোট প্রচার বলেই দেখছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী গুজরাটে থাকাকালীন সেতু ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। মৃত্যু হয় ১৩০ জনের বেশি! সপ্তাহ ঘোরার আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন। এরপরেই শুরু হয়েছে ভোট প্রচারে কে কে যাচ্ছেন গুজরাটে তা নিয়েই জল্পনা। আগামী এক মাস গুজরাটের আকাশে চক্কর দেবে ভিভিআইপিদের বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন ভোট প্রচারে।
তবে সবথেকে আলোচ্য বিষয় প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! গেলে কার হয়ে প্রচারে যাবেন। গুজরাটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস, আপ। রয়েছে আঞ্চলিক দুই দল। তৃণমূল প্রার্থী দেবে কিনা এখনো জানা যায়নি। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক অনেক আগেই অবনতি হয়েছে। তাঁদের সঙ্গে প্রচারে থাকবেন না তা একপ্রকার নিশ্চিত। রইলো আপ। বাংলায় চুপিসারে বাড়ছে আপ। পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারে তারা। তা মুখ্যমন্ত্রীর কাছেও অজানা নয়। এরপর গুজরাটে কেজরিওয়ালের সঙ্গে একত্রে প্রচার করবেন কি মমতা তা প্রশ্নের। সবটাই কয়েকদিনের মধ্যেই জানা যাবে।
collected pic

