বেঁচে আছেন মা, জাল ডেথ সার্টিফিকেট বের করে প্রতারণার অভিযোগ, পুলিশের জালে ছেলে
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
এ কেমন ছেলে? জন্মদাত্রী মা’কে মৃত দেখিয়ে তাঁর টাকা হাতিয়ে নেবার মত গুরুতর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। হাওড়া জেলার লিলুয়ায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ‘গুণধর’ ছেলে তপন কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়ার চকপাড়া এলাকার বাসিন্দা বীণাপাণি দাস (৭৮)। স্বামী ক্ষীরোদচন্দ্র দাস কাস্টমসে চাকরি করতেন। ৯৬ সালে স্বামী অবসর নেন। তারপর ২০১৮ সালে মারা যান। তখন থেকে পেনশনের টাকা স্ত্রী বীণাপাণিদেবীর অ্যাকাউন্টে ঢুকছে। দুই ছেলের মধ্যে বড় ছেলে তাপস দাস হায়দরাবাদে ডিফেন্সে কর্মরত। ছোট ছেলে তপনকুমার দাস পশ্চিম মেদিনীপুরের শালবনি ট্যাঁকশালে কাজ করে। কিন্তু কোন অজ্ঞাত কারণে পেনশনের টাকা আর ঢুকছে না। কোর্ট কাচারি করে জানতে পারেন তাঁর ছোট ছেলে এই কাজ করেছেন। অভিযোগের ভিত্তিতে ছোট ছেলে তপনকে গ্রেফতার করে পুলিশ।
বৃদ্ধা বীণাপাণি দেবীর দাবি, আমি একাই থাকি। এক আয়া তাঁর দেখাশোনা করেন। ছোট ছেলে তপন, আমার সমস্তকিছু কেড়ে নিয়েছে। পেনশনের টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তিন বছর পর কোর্ট থেকে পেপার বার করি। তখন জানতে পারি আমাকে মৃত বানিয়ে আমার ছোট ছেলে এই কাজ করেছে। পেনশনের টাকা সব তুলে নিয়েছে। যদিও অভিযুক্ত তপনের দাবি, এটা ফলস কেস। আমার দাদা তাপস দাস বাবাকে মেরেধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। আমার দাদা এখন মায়ের নাম দিয়ে কেসটা করেছে। মাকে কেউ মারে। আমি কোন টাকা লুট করেনি। নমিনি ছিলাম মাত্র।

