চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

রাজন্যা নিউজ ব্যুরো

চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। সংবাদসংস্থা সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ১৩০-এর বেশি যাত্রী ছিল। পাহাড়ের ওপর ভেঙ্গে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনায় প্রত্যেকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান এটি। ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টা বেজে এগারো মিনিটে কুনমিং থেকে বিমানটি যাত্রা শুরু করে, গন্তব্য ছিল গুয়াংঝৌ। কিন্তু উয়োঝোউ শহরের গ্রামীণ অংশের পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ে আগুন লেগে যায়।

বেশ কয়েকবছর চিনের আকাশে দুর্ঘটনা প্রায় হয় না বললেই চলে। সোমবারের ঘটনার পরে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে এমনটাই জানা গেছে।

প্রতীকী ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *