হুক্কা বার সিদ্ধান্তে অনেকেই হতাশ!

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

মাদক জাত দ্রব্যের বিষয় এহেন সিদ্ধান্তে কারা উপকৃত হবে প্রশ্ন উঠছে। এরপরেই ইতিউতি কথাবার্তা শোনা যাচ্ছে, ‘বিরোধিতা করতে গিয়ে মানুষের বিরোধিতা করলেন না তো’!

হুক্কা বার বন্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রীতিমতো খুলে দেবার কথা বলা হয়েছে। এহেন নির্দেশে নিশ্চয়ই ‘দুরভিসন্ধি’ রয়েছে। সমাজের ভালো ভাবেন বলেই হয়তো নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাও হতে পারে, আইনের ফাঁক ধরিয়ে দেবার জন্যই নির্দেশ!

হুক্কা বারে কারা ভিড় জমায়, মিলিত সুরে সকলেই বলবেন যুব সমাজ। বন্ধ থাকলে ক্ষতি নাকি খুলে রাখলে লাভ এটাও সকলে জানেন। সিনেমায় কোন মাদক জাত দ্রব্য দেখানো হলে বিধিবদ্ধ সতর্কতা লিখে দেওয়া হয়। মাদক জাত দ্রব্য বিক্রি বন্ধের জন্য কত্য মানুষ পথে নেমে আন্দোলন করছেব। হুক্কা বারে মাদকদ্রব্য মেশায় এটা বারেবারে উঠে এসেছে! তারপরেও এমন সিদ্ধান্তে অনেকেই হতাশ!

প্রতিকি ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *