ঘূর্ণিঝড়ের আগে মানুষের সুরক্ষার বন্দোবস্ত রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়

কল্যাণ অধিকারী

নবান্নের নির্দেশ মতো ঘূর্ণিঝড় ‘দানা’র সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শন আসেন মন্ত্রী অরূপ রায়। ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং বিশেষত গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী।

দানা’র প্রভাবে বৃষ্টি বাড়ায় বাড়ছে গঙ্গার জলস্তর। এদিন হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিন অরূপবাবু সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতায় আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রান্না করা খাবার তাঁদের দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার পর থেকে কাউকে গঙ্গার ঘাটে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনকে এই বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে কমিউনিটি কিচেন চালু থাকবে বলে জানান মন্ত্রী অরূপ রায়।

ওড়িশার উপকূলে ল্যান্ডফল হলেও তার প্রভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যের ৯টি জেলায়। সেইমতন হাওড়ার পরিস্থিতির দিকে কড়া নজর প্রশাসনের। ‘দানা’র দাপটে ভেঙে পড়তে পারে গাছ, পুরনো বাড়ি। সেইমতন হাওড়া পুরসভার পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সন্ধের সময় গঙ্গার ঘাটে মানুষদের যেতেও নিষেধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *