টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিল মণিপুরের মেয়ে মীরাবাই চানু
রাজন্যা নিউজ ব্যুরো
টোকিও অলিম্পিক গেমসে রুপোর পদক পেলেন মীরাবাই চানু। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। মহিলাদের ৪৯ কেজি ওজন বিভাগে প্রথম হয়েছেন চিনের হাউ ঝিহুই। ১৩০কোটি ভারতবাসীর কাছে গৌরবের দিন।
গ্রাফিক রাজন্যা নিউজ।