বাগনান চাকুরে দু কোটি টাকা ব্যয়ে পানীয়জল প্রকল্পের সূচনায় বিধায়ক
কল্যাণ অধিকারী
বাগনান-১ ব্লকের সাবসিট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাকুর মৌজায় নলবাহিত পানীয়জল সরবরাহের কাজের শুভ সূচনা হল মঙ্গলবার। প্রকল্পটির সূচনা করেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল।
জানা গেছে, ২কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করার কাজ শুরু হল। এর ফলে চাকুর মৌজার ৭১৬ টি পরিবার উপকৃত হবে। প্রকল্পে নির্ধারিত পাইপলাইন এর দৈর্ঘ্য দশ কিমি। দু’টি সুগভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানীয়জল উৎপাদিত হবে। জলাধারের আয়তন এক লক্ষ লিটার। আগামী দশ মাসে সমস্তটা সম্পূর্ণ হবে।
বিধায়ক সুকান্ত পাল জানান, “গ্রামীণ এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয়জল সরবরাহের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সচেষ্ট। এবার বাগনানের চাকুর এলাকায় এই প্রকল্পে দু কোটির বেশি টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হল। দশ মাসে কাজ সম্পূর্ণ হলে সাতশোর বেশি পরিবার বিশুদ্ধ পানীয়জল পাবেন।”