‘দিদির সুরক্ষা কবচ’ প্ল্যাকার্ড হাতে আমতায় মহামিছিলে বিধায়ক
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
‘দিদির সুরক্ষা কবচ’ আমতায় বিধায়কের হাত ধরে প্রচার শুরু তৃণমূলের। ক’দিন আগেই শুরু হয়েছে তৃণমূলের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মযজ্ঞ। সেইমতন সোমবার বিকেলে আমতার বিভিন্ন এলাকায় মহামিছিল অনুষ্ঠিত করল রামসদয় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ।
প্ল্যাকার্ড হাতে তৃণমূল ছাত্র পরিষদ সৈনিকদের সঙ্গে পা মেলালেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া উত্তরের সমস্ত জন প্রতিনিধি ও নেতৃত্ব। ‘দিদির সুরক্ষা কবচ’ একি সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে শ্লোগান উঠল। কেন্দ্রীয় সরকার এর জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ১০০ দিনের টাকা থেকে বাংলা কে বঞ্চনার প্রতিবাদ করা হল।
বিধায়ক বলেন, “দিদির পাশে বাংলার জনতা। কৃষি থেকে সংস্কৃতি, চিকিৎসা থেকে সবুজসাথী দিদির হাত ধরে যুগান্তকারী প্রদক্ষেপ গৃহীত হয়েছে। লকডাউন পরিস্থিতির সময় দেশের মানুষ দেখছেন, একমাত্র জননেত্রী যিনি পথে নেমে সামাজিক দূরত্ব মানার জন্য গোল গোল দাগ টেনেছেন। মানুষের পাশে ছিলেন। বাংলার মানুষের কথা, তাঁদের খাদ্য, বাসস্থান, জীবিকা একমাত্র ভাবেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি ঘরে পৌঁছে যাচ্ছে দিদির দূত।”
এদিন মিছিলে বিধায়ক নির্মল মাজি ছাড়াও ছিলেন রামসদয় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি রুহুল আমিন খান। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, আমতা গ্রাম পঞ্চায়েত প্রধান তুষার কর সিনহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অসংখ্য তৃণমূল ছাত্র পরিষদ-এর সদস্য-সদস্যা।