সাক্ষাতেই আলিঙ্গন মোদী-বাইডেনের
রাজন্যা নিউজ ব্যুরো
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে জো বাইডেন। অন্যদিকে আফগানিস্তানে ভারতের বিনিয়োগ ৩০০ কোটি ডলার! সে সবের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন দিল্লির অন্দরে! এমন একটি পরিস্থিতির মধ্যেই শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টার সময় মুখোমুখি সাক্ষাৎ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠছে ভারত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। বহুদিন পর হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রনেতা। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বহুদিনের। পারস্পরিক বিশ্বাস, আস্থা আর সহযোগিতার কথা দুই রাষ্ট্রপ্রধানের মুখেই উঠে এল আরও একবার। এমনটাই সংবাদসংস্থা সূত্রে জানা গেছে।
ভারতের কাছে সীমান্ত নিয়ে মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে চিন। লাদাখ নিয়ে দুই দেশের পরিস্থিতি সংঘর্ষ পর্যন্ত গড়ায়। পাকিস্তান বিভিন্ন সময় সীমান্তে গুলি চালাচ্ছে। এর পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। এহেন পরিস্থিতিতে সাউথ ব্লকের কাছে আমেরিকা অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নয়ে প্রবল চাপে বাইডেন। এমন একটি সময়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান কাছাকাছি। সাক্ষাতে আলিঙ্গন করে বুঝিয়ে দিলেন সম্পর্ক কতটা গভীর ও পারস্পরিক বিশ্বাসের। আগামীর লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে!