তিন মাসের নাতিকেই খুনের অভিযোগ শ্বাশুড়ির বিরুদ্ধে!
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
তিন মাসের নাতিকে খুনের অভিযোগ ঠাকুরমার বিরুদ্ধে! নিজের শ্বাশুড়ির কাছে সন্তানকে রেখে প্রাতকর্ম গিয়েছিলেন গৃহবধূ। ফিরে এসে দেখেন কোলের সন্তান নেই। জিজ্ঞাসা করলেও কিছুই বলেননি। চিৎকার করে কাঁদতে থাকেন। ছুটে আসেন পড়শিরা। বাড়ির পাশের পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার হতেই প্রবল চাঞ্চল্য এলাকায়। সন্তানকে এভাবে হারিয়ে কেঁদে আকুল মা-বাবা। শ্বাশুড়ির ‘নৃশংসতা’ দেখে ফুঁসছেন প্রতিবেশীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপে। ইতিমধ্যে অভিযুক্ত শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তিনি শিশুকে খুন করলেন, জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের সলপ পীরডাঙায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ঠাকুরমার নাম সারথী বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার ছেলে ডোমজুড়েরই একটি কারখানায় নাইট ডিউটি করেন। ফলে সকাল পর্যন্ত বাড়িতে বৃদ্ধা, তাঁর পুত্রবধূ এবং নাতিই থাকতেন। মঙ্গলবার ভোরের দিকে ছেলেকে শাশুড়ির কাছে রেখে প্রাতকর্ম গিয়েছিলেন মা। ঘরে ছিলেন ঠাকুরমা এবং নাতি। প্রাতকর্ম থেকে ফিরে মা দেখেন, ছেলে কোথাও নেই। তা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন তিনি। ছুটে আসেন পাড়াপড়শিরা। শিশুটির খোঁজে চার দিকে তল্লাশি শুরু হয়। শেষমেশ ভোর ৬টা নাগাদ বাড়ির সামনের পুকুরে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যায় শিশুটিকে।
ইতিমধ্যে অভিযুক্ত শ্বাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকাতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

