সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত, লালবাজারে গান স্যালুট কলকাতা পুলিশের
রাজন্যা নিউজ ব্যুরো
শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া হেয়ার স্ট্রিট থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর অমিত ভাওয়ালকে লালবাজারে গান স্যালুট কলকাতা পুলিশের। এসেছিলেন তাঁর পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী।
সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত তাঁরা। প্রয়াত সহকর্মীর পাশে রয়েছেন সহকর্মীরা। কলকাতা পুলিশের পেজে পোস্ট করে ঘটনার বিবরণ জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন পুলিশ কর্মীরা। কলকাতা পুলিশের পেজে লেখা হয়েছে,
“অমিত ভাওয়াল। হেয়ার স্ট্রিট থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডে রেলের বহুতল কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ১৩ তলায় ভয়াবহ আগুন, পরিস্থিতি সঙ্কটজনক। জানা যায়, ১৩ তলার অফিসে আটকে পড়েছেন কয়েকজন। সময় নষ্ট করা যাবে না বুঝে উদ্ধারের উদ্দেশ্যে ১৩ তলায় পৌঁছাতে চেষ্টা করেন অমিত। কিন্তু শেষরক্ষা হয়নি, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
আজ লালবাজারে অমিতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র সহ অন্যান্যরা। অমিতের অকাল প্রয়াণে শোকাহত আমরা সকলেই। প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”