বীরশিবপুরে কাপলিং খুলে অল্পের জন্য রক্ষা পেল মুম্বই মেল
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ মুম্বাই মেল। কাপলিং খুলে যাওয়ায় দুটি কামরা নিয়েই ছুটে গেল ইঞ্জিন। বাকি কামরা দাঁড়িয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বীরশিবপুর স্টেশনের কাছে। ঘটনার জেরে আপ লাইনে দীর্ঘ সময় বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে রেলের আধিকারিকদের তৎপরতায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে চার ঘন্টা অতিক্রান্ত।
গত বছর জুলাই মাসে আবাদা স্টেশনে লোকাল ট্রেনের কাপলিং খুলে বিপত্তি বেঁধেছিল। তারপর কেটে গেছে কয়েকমাস। এবার কাপলিং খুলে অল্পের জন্য রক্ষা পেল মুম্বাই মেল। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কারণটা গত জুনেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। তারপরও ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। সমস্তটাই উঠে এসেছে যাত্রীদের একাংশের কথায়।
সাংবাদমাধ্যমকে তাঁরা আরও জানিয়েছেন, ‘ট্রেনটির কামরা বিচ্ছিন্ন হবার সময় ঝাঁকুনি দেয়। তারপর কামরা বিচ্ছিন্ন করে ইঞ্জিন দুটি কামরা নিয়ে চলে যায়। লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেন’। রেলের পক্ষ থেকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিলেও সন্তুষ্ট করতে পারছে না যাত্রীদের!