চারশো রান গড়ার পথে নিউজিল্যান্ড
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
নিউজিল্যান্ড আজ ঘন্টা বাজিয়েই ছাড়বে। পেটাচ্ছে ভালোই। রান ৩৫০ পার করে গেছে। এখনো চার ওভারের বেশি বাকি।
এমনিতেই আফগানিস্তানের জয়ে কেঁদে ফেলার দশা হয়েছে। তার উপর ৩৮০ রানের বেশি হলেই খেল খতম। টুর্নামেন্ট থেকে পাকাপাকিভাবে বিদায় ঘন্টা বেজে যাবে পাকিস্তানের।
দুপুর দুটোঃ ৪০১ রান তুলল নিউজিল্যান্ড। বিশাল রান মাথায় নিয়ে ব্যাট করতে নামতে চলেছে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুই দলকেই আজ ম্যাচ জিততেই হবে।