নীতীশই মুখ্যমন্ত্রী বৃহস্পতিতে শপথ

রাজন্যা নিউজ ব্যুরো, পাটনা: সবকিছু ঠিকঠাক থাকলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমারই। সূত্রের খবর, ২০ নভেম্বর পাটনার গান্ধি ময়দানে হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। ফল প্রকাশের পর থেকে জোটের তরফে সরকার গঠনের প্রস্তুতি চলার মধ্যেই রীতি অনুযায়ী সোমবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। এদিন তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরুর দাবি জানান তিনি।
রবিবার নির্বাচন কমিশনের কর্তারা নবনির্বাচিত বিধায়কদের তালিকা রাজভবনে পৌঁছে দেওয়ার পর বিকেল পাঁচটা থেকেই রাজ্যে কার্যকর থাকা আদর্শ আচরণবিধি উঠে যায়। তার পরদিনই মুখ্যমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
ইতিমধ্যেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গান্ধি ময়দান সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পটনা জেলা প্রশাসন।
এদিকে, রবিবার দিনভর পাটনাজুড়ে দফায় দফায় বৈঠক হয়েছে এনডিএ নেতৃত্বের মধ্যে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা, একাধিক শীর্ষনেতা নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় কোন দলে কতজন মন্ত্রী থাকবেন ও কোন দফতর কার হাতে যাবে তা নিয়ে আলোচনা চলছে।
জোটের মধ্যে ‘৫০-৫০’ ফর্মুলা নিয়ে আলোচনা এগোলেও পূর্বতন বণ্টনের ধারা বজায় থাকার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এলজেপি, এইচএএম, আরএলডি-সহ এনডিএ-র অন্যান্য শরিক দলও মন্ত্রিসভায় ন্যায্য প্রতিনিধিত্বের দাবি তুলেছে। ফলে নয়া মন্ত্রিসভার রূপ নিয়ে এখন রাজনৈতিক মহলে কৌতূহল চরমে।
বিজেপির একটি সূত্র জানাচ্ছে প্রতি ছয় জন বিধায়কের জন্য একজন করে মন্ত্রী থাকবেন। সেক্ষেত্রে বিজেপি ১৫ ও জেডিইউ ১৩-১৪টি দফতরের মন্ত্রিত্ব পেতে পারে। এলজেপি (রামবিলাস)-এর তিনজন মন্ত্রী হবেন। জোটের অন্য দুই শরিক হাম এবং আরএলএম’কেও একটি করে দফতর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *