ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে, তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজন্যা নিউজ ব্যুরো
২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতার মধ্য দিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ত্রিপুরার মাটিতে বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে।
এদিন মঞ্চে বক্তব্য দেবার আগেই তাঁর নামে সমন পাঠিয়েছে ইডি এমনটাই সংবাদ মাধ্যমে প্রচারিত হতে থাকে। তবে সেসব কে তিনি তোয়াক্কা যে করেন না তাঁর বক্তব্যে তা স্পষ্ট। তিনি বলেন, ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। যত ধমকাবে ততই আন্দোলন করার অঙ্গীকার বদ্ধ হব।
এরপরেই তিনি বলেন, ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে। অনেকেই দুয়ারে সরকার নিয়ে ভুলভ্রান্তি ছড়াচ্ছিল। আজ তারাই লাইনে দাঁড়াচ্ছে।
ভিডিও থেকে নেওয়া।