স্টুডেন্ট উইকের শেষ দিন স্কুলে-স্কুলে নানাবিধ অনুষ্ঠান মুগ্ধ পড়ুয়া থেকে শিক্ষক
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
শীতের দুপুরে রক্তদান শিবির। মুখে মাস্ক পরে রক্ত দিচ্ছে স্কুল পড়ুয়ারা। তার কিছুটা দূরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে চিকিৎসকের ভূমিকায় চতুর্থ শ্রেণির পড়ুয়া। কৃষ্ণের হাতে মোহন বাঁশি। খোড়প সাউথ প্রাইমারি স্কুল ও মেনকা স্মৃতি বিদ্যামন্দির ( নিম্ন বুনিয়াদি) স্কুল-সহ একাধিক স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত স্টুডেন্টস উইকের শেষ দিন ছিল সোমবার। গ্রামীণ হাওড়ার বিভিন্ন স্কুলে ভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হল যেমন খুশি সাজো। কোথাও আবার জমিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। স্টুডেন্ট উইক উপলক্ষে সপ্তাহব্যাপী ক্যুইজ, বসে আঁকো, আবৃত্তি, গল্পপাঠের প্রতিযোগিতা সহ বিভিন্ন অনু্ষ্ঠানের মধ্যে দিয়ে ‘ছাত্র সপ্তাহ’ পালন করছে বিভিন্ন বিদ্যালয়। সোমবার শেষ দিন খোড়প সাউথ প্রাইমারি স্কুলের এক পড়ুয়া সাজলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নীল পাড় সাদা শাড়ি–ব্লাউজ আর হাওয়াই চটি পরে মুখ্যমন্ত্রী সেজে তাজ্জব করল সকলকে। এখানেই শেষ নয় কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা অবলম্বনে রানার সাজে পারফর্ম করল ছোট্ট পড়ুয়া। তার কন্ঠে রানার কবিতা শুনে শিক্ষক ছাত্র সকলে অত্যন্ত খুশি।

খোড়প সাউথ প্রাইমারি স্কুল শিক্ষক উদয় ভুঁইয়া জানান, “শনিবার স্কুলে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল। সোমবার স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় সীমাহীন আনন্দ হল। ছাত্র-ছাত্রীদের পারফর্ম সকলকে মুগ্ধ করেছে।” মেনকা স্মৃতি বিদ্যামন্দির( নিম্ন বুনিয়াদি) প্রধান শিক্ষক সেখ গোলাম ইয়াজদানির জানান,”সপ্তাহ ব্যাপী ছাত্র-ছাত্রীদের মজার নানাবিধ অনুষ্ঠান, ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরী করেছে,যা গ্রামীণ অঞ্চলের ছাত্র ছাত্রীদের আরো বেশি করে বিদ্যালয়মুখী করবে। গত পঠন মেলার দিনে বিদ্যালয়ে এসেছিলেন এআই স্যার এবং আমতা পশ্চিম চক্রের এসআই ম্যাডাম। ওঁনারাও ছাত্র ছাত্রীদের দারুন প্রশংসা করেছেন।”

