উলুবেড়িয়া-শ্যামপুর সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির
রাজন্যা নিউজ ব্যুরো
হাওড়ার উলুবেড়িয়া-শ্যামপুর সড়কে আবারও পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক যুবকের। উলুবেড়িয়া-শ্যামপুর রোডের বাগান্ডা মনসাতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি ইট বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হওয়ার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনি এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে মৃত যুবকের নাম মনিরুল ইসলাম। তাঁর বয়স ২৫ বছর। ওই যুবকের বাড়ি বাগাণ্ডায়। বুধবার ভোরে বাইকে বাগাণ্ডা থেকে শ্যামপুর ৫৮ গেটের দিকে যাচ্ছিলেন ওই যুবক। মনসাতলার কাছে রাস্তায় জলের লাইনের জন্য মাটি খোঁড়া হয়েছে। ফলে রাস্তার অর্ধেক জুড়ে পড়ে রয়েছে মাটি। তার ফলে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল মাটির উপরে পড়ে যায়। এই সময় শ্যামপুরের দিক থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল একটি লরি। সেটি পিষে দেয় যুবককে। স্থানীয়রা দেখামাত্রই ছুটে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।