গঙ্গাসাগর মেলায় এসে মৃত্যু অসমের বাসিন্দার
মকরসংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলায় এসে প্রাণ হারালেন এক পুণ্যার্থী। অসম থেকে এসেছিলেন মিঠু মণ্ডল নামে ওই ব্যক্তি। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। গঙ্গাসাগর মেলায় এসে চলতি বছর এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। অন্য দিকে, প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ৬০ লক্ষ পুণ্যার্থী উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলায়।

