পুজোর আগে কলকাতার বাজারে আসছে পদ্মার ইলিশ
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
দুর্গাপুজোয় বাঙালির রসনায় পছন্দের পদ ইলিশ৷ আপনিও নিতে পারেন প্রিয় পদ্মার ইলিশের স্বাদ । পুজোর আগেই ওপার বাংলার রুপোলি শস্য ঢুকছে রাজ্যের বাজারে । প্রতি বছরের মতো এ বছরও ভারতীয় ক্রেতাদের জন্য ইলিশ রফতানির অনুমতি দিল বাংলাদেশ সরকার । অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রক সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হবে৷ভরা বর্ষা। ইলিশের মরশুম।
এ ব্যাপারে আশার আলো দেখাচ্ছে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাস। বাংলাদেশের উপ দূতাবাস এই প্রসঙ্গে জানিয়েছে, দুর্গাপুজোর আগেই ভারতে আসছে তিন হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। উপ দূতাবাস সূত্রে আরও জানা গেছে যে, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতিও মিলেছে। এই ইলিশ কলকাতা সংলগ্ন পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ঢুকবে সেপ্টেম্বরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে। অর্থাৎ পুজোর ঠিক আগেই বাংলাদেশের উপহার হিসেবে কলকাতার বাজারে মিলবে পদ্মার ইলিশ। আর এই খবরেই মুখে হাসি বাঙালির।
১১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুজোর আগেই এই ইলিশ কলকাতা সহ এ দেশে আসবে বলে সূত্রের খবর। কেজি প্রতি ইলিশের দর বেশি হওয়ায় চিন্তিত এদেশের মৎস্য ব্যবসায়ীরা। গত বছর ১০ মার্কিন ডলারে কেজি প্রতি ইলিশ রফতানি করেছিল বাংলাদেশ।

