বুনো হাতির তান্ডবে আতঙ্ক
রাজন্যা নিউজ ব্যুরো আলিপুরদুয়ার: রেডব্যাঙ্ক চা বাগানে বুনো হাতির তাণ্ডব। যার জেরে শ্রমিক পরিবারে চরম আতঙ্ক ছড়িয়েছে। বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক চা বাগান বেশ কয়েকদিন ধরে বন্ধ।বাগান বন্ধ হওয়ার ফলে বাগানে মানুষ জনের বসবাস থাকলেও পরিবেশ অনেকটাই নির্জন হয়ে পড়েছে।সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বুনো হাতির দল চা বাগান ও আশপাশের জনবসতিতে দাপট চালাচ্ছে। দিন দিন বাড়ছে হাতির হামলা। আতঙ্কে দিন কাটাচ্ছে মেহনতি শ্রমিক পরিবার।রবিবার গভীর রাতে এক বুনো হাতি চা বাগানে প্রবেশ করে প্রথমে একটি রেশন দোকান ভাঙচুর করে।এরপর পাশে গালামাল দোকানে হামলা চালিয়ে খাদ্যপণ্য ও মালামাল ছড়িয়ে ফেলে ব্যাপক ক্ষতির সৃষ্টি করে।যদিও কেউ হতাহত হননি।তবু হতাশা ও উদ্বেগ বেড়েই চলেছে শ্রমিক মহল্লায়।শ্রমিক মহল দাবি করছে,চা বাগান বন্ধ থাকায় এখন হাতির উপদ্রব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।হাতিরা দিনে-রাতে নির্বিচারে ক্ষেত নষ্ট করছে, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করছে।পরিবারগুলো ভীত হয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অনেকেই রাতে আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতির হানার খবর পাওয়া মাত্রই বনকর্মী ঘটনাস্থলে গিয়ে হাতি জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেছে।পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।