গ্রামীণ হাওড়ার রঙিন তাজিয়া দেখতে উদ্দিপনা ছিল সব ধর্মের মানুষের
কল্যাণ অধিকারী
মহরমের তাজিয়া দেখে আপ্লুত গ্রামীণ হাওড়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। দুপুর হতেই তাজিয়া নিয়ে মিছিল শুরু হয়। জয়পুর, খড়িয়প, আমতা, বাইনান, বাগনান সর্বত্র সুসজ্জিত তাজিয়া নিয়ে মিছিল দেখা গিয়েছে। হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সম্মিলিত মিছিল ঘিরে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসাহ চোখে পড়েছে।
জয়পুর থানার জয়পুর গ্রামে বুধবার সকাল থেকেই ব্যস্ততা ছিল তুঙ্গে। মুসলিম সম্প্রদায়ের মানুষজন অত্যন্ত দক্ষতার সঙ্গে ৯টি তাজিয়া বানিয়েছে। জানা গেছে, জয়পুর ছোট ফকির পাড়া, মধ্য পাড়া, মল্লিক পাড়া, ফকির পাড়া, সাতভাই পাড়া, মীর পাড়া মিলিয়ে মোট ৯টি তাজিয়া একসঙ্গে মিছিল করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। একসঙ্গে এত তাজিয়া দেখা যায় না মত স্থানীয় গ্রামবাসীদের। এদিন জয়পুর সহ বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মিলিত হয়ে পবিত্র মহরমের শুভেচ্ছা জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।

খড়িয়প দক্ষিণ পাড়ার তাজিয়া বের করেন গ্রামের মানুষজন। প্রায় তিন কিমি পথ পরিক্রম করে। সুসজ্জিত তাজিয়া বের হয় আমতা পীর তলায়। তা দেখতে বহু মানুষজন ভিড় করেন। প্রত্যেক উদ্যোক্তাদের দাবি, তাজিয়ার প্রস্তুতি শুরু হয় মাসখানেক আগে। তার পূর্ণাঙ্গ রূপ পায় মহরমে। তাজিয়া মিছিলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখি৷ এভাবেই বছরের পর বছর পবিত্র মহরম পালন করে আসছি।

