প্ল্যাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা সাধুবাদ প্রশাসনকে
কল্যাণ অধিকারী
গঙ্গাসাগর মেলা প্ল্যাস্টিক মুক্ত! হ্যাঁ এটাই করে দেখাল প্রশাসন। মেলার যত্রতত্র প্ল্যাস্টিক পড়ে থাকার দিন শেষ। সর্বত্র জৈব পলিমার ব্যাগের ব্যবহার। এমনটা দেখে অবাক হয়েছেন ভিন রাজ্য থেকে আগত মানুষজন। প্রশাসনের কর্তাদের সাধুবাদ জানালেন।
গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূণ্যস্নান উপলক্ষ্যে জলপ্লাবন। প্রশাসনের কথায়, ৩১ লক্ষ্য মানুষ জনসমাগম হয়েছে। সর্বত্র নজরদারিতে পুলিশ প্রশাসন। রয়েছে ড্রোন ক্যামেরা। কাজে লাগানো হয়েছে সাগর বন্ধুদের। দোকানদের আগে থেকেই বলে দেওয়া হয়েছে কোনপ্রকার প্ল্যাস্টিকে মালপত্র বিক্রি না করে।
জানা যাচ্ছে, গঙ্গাসাগর বকখালী উন্নয়ন কর্তৃপক্ষ জিবিডিএ-র পক্ষ থেকে জৈব পলিমার ব্যাগ বিতরন করা হচ্ছে। যা মেলা চলাকালিন প্রতিদিন দেওয়া হবে। দোকানদার থেকে দর্শনার্থী সকলকেই এই ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।