পার্ক স্ট্রিটে হোটেলের ঘরে খাটের নিচে যুবকের দেহ তদন্তে পুলিশ
রাজন্যা নিউজ ব্যুরো
কলকাতার পার্ক স্ট্রিট এলাকার হোটেলের ঘরে যুবকের রহস্যমৃত্যু! বক্স খাটের ভিতর থেকে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিট সংলগ্ন রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে। উধাও দুই সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাহুল লাল। পিকনিক গার্ডেন এলাকায় মামার সঙ্গে থাকতেন তিনি। গত ২২ অক্টোবর বিকেল ৫টা নাগাদ ওই হোটেলর তিন তলার একটি ঘর ভাড়া করেছিলেন তিন জন। ভাড়া করার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে এক জন হোটেল ছেড়ে চলে যান। হোটেল ঘরে যান বাকি দু’জন। রাতে আবার ওই ব্যক্তি ফিরে আসেন এবং কিছু ক্ষণ পর অপর এক জনকের সঙ্গে হোটেল ছেড়ে চলে গিয়েছিলেন। তৃতীয় ব্যক্তির কোনও খবর ছিল না। এরপর এ দিন ওই ঘরে নতুন একজন আবাসিক আসেন। তিনিই হোটেলের ঘরের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে হোটেলের কর্মীদের জানান৷ তখনই খোঁজাখুঁজির পর ঘরের ভিতরে থাকা বক্স খাটের ভিতরে ওই যুবকের দেহ উদ্ধার হয়। এর পরেই পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। মৃতদেহে হাল্কা পচন ধরেছিল বলেই খবর।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই যুবককে খুন করা হয়েছিল বলেই অনুমান করছে পুলিশ। যে ব্যক্তির নামে ওই ঘর বুক করা হয়েছিল, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। বয়ান লাল নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। মৃত যুবকের সঙ্গে বয়ান লাল নামে ব্যক্তির যোগ আছে কি না, কীভাবে এবং কবে ওই যুবককে খুন করা হল, সে সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

