বাগনানে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পুলিশকর্মী

কল্যাণ অধিকারী

১৬ নম্বর জাতীয় সড়কে টহলদারি পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের। বাগনান থানার বরুন্দা এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। নাম রামপদ মণ্ডল, বয়স ৫৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার ভগবানপুরের বাসিন্দা রামপদ বাবু কর্মরত ছিলেন বাগনান থানায়। শুক্রবার বিকালে জাতীয় সড়কে টহলদারি দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। এরপর রাস্তার পাশের জঙ্গলে একটি গাছে গিয়ে আটকে যায় ভ্যানটি। গুরুতর জখম অবস্থায় পুলিশকর্মী রামপদ মণ্ডলকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গ্রামীণ হাওড়ার পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, পুলিশের গাড়িটা দাঁড়িয়েছিল। সেই সময়ে ম্যাটাডোরটি এসে গাড়ির পিছনে ধাক্কা মারে। পুলিশ ম্যাটাডোরটাকে আটক করেছে। কিন্তু চালক পলাতক। চালকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *