সিএএ-র ঘোর বিরোধী ছিলেন জুবিন, হয়ে উঠেছিলেন প্রতিবাদের মুখ
রাজন্যা নিউজ ব্যুরো
সাধারণত কোনও সেলেব্রিটি যেমনটা হন না, জুবিন গর্গ ছিলেন একদম উল্টো। তিনি কেন্দ্র হোক রাজ্য সরকার, কোনও সিদ্ধান্ত ভুল মনে হলে তার বিরোধিতা করতেন। ঠিক যেমন সিএএ নিয়ে চরম প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন সঙ্গীতশিল্পী। নিজ রাজ্যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন জুবিন।
মরে যাব, কিন্তু কোনওদিন সিএএ করতে দেব না – স্পষ্টত এমনটাই বলেছিলেন গায়ক। সময়টা ২০১৯ সাল। সিএএ আন্দোলন কার্যত দেশজুড়ে আগুন ছড়িয়ে দিয়েছে। দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, মানুষ পথে নেমেছে। অসমও ব্যতিক্রম ছিল না। সেখানেও মানুষ প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে রাস্তায় নেমেছিল। আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন জুবিন গর্গ।